পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏe লিপিকা বোঝাই করিয়া। তখনি ঘরের দিকে দৌড় দিল । তাদের সংসারে আর টানাটানি রহিল না । অনেক দামের খাচাটার জন্ত ভাগিনাদের খবরদারির সীমা নাই । মেরামত ত লাগিয়াই আছে । তারপরে ঝাড়া মোছা পালিস করার ঘটা দেখিয়া সকলেই বলিল, “উন্নতি হইতেছে ” লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্ত লোক লাগিল আরো বিস্তর। তার মাস-মাস মুঠ-মুঠ তনখ পাইয়া সিন্ধুক বোঝাই করিল। তারা এবং তাদের মামাতো খুড়তুতো মাসতুতো ভাইরা খুসি হইয়া কোঠা বালাখানায় গদি পাতিয়া বসিল । 8 সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট । তারা বলিল, “খাচাটার উন্নতি হইতেছে কিন্তু পাখীটার খবর কেহ রাখে না ।” কথাটা রাজার কানে গেল । তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, “ভাগিনা, এ কি কথা শুনি ?” ভাগিনা বলিল, “মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন স্তাকরাদের, ' পণ্ডিতদের,