এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ఏ8 লিপিক পাখীটা মরিল। কোনকালে যে কেউ তা ঠাহর করিতে পারে নাই। নিন্দুক লক্ষ্মীছাড়া রটাইল, পাখী মরিয়াছে।” এ কি কথা শুনি ?” ভাগিনী বলিল, “মহারাজ, পাখীটার শিক্ষা পুরে। হইয়াছে।” : রাজা শুধাইলেন, “ও কি আর লাফায় ?” ভাগিনা বলিল, “আরে রাম ’’
- আর কি ওড়ে ?”
“ন৷ ”
- আর কি গান গায় ?”
“ন৷ ” “দান না পাইলে আর কি চেঁচায় ?” “না ।” রাজা বলিলেন, “একবার পাখীটাকে আন ত, দেখি ” । পার্থী আসিল। সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখীটাকে টিপিলেন। সে হা করিল না, হু করিল না। কেবল