এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
yలో: লিঙ্কিা \S) প্রতিদিন প্রথম সকালেই অভিরাম তার ইষ্ট দেবঙার একখানি করে ছবি আঁকে। এই তার পূজা, জার কোনো পুজা সে জানে না । একদিন দেখলে, ছবি তার মনের মত হয় না। কি যেন বদল হয়ে গেচে । কিছুতে তার ভাল লাগে না । তাকে যেন মনে মনে মারে । দিনে দিনে সেই সূক্ষ্ম বদল স্থল হয়ে উঠতে লাগল। একদিন হঠাৎ চমকে উঠে বললে, “বুঝতে পেরেছি।” জাজ সে স্পষ্ট দেখলে, দিনে দিনে তার দেৰতার মুখ মন্ত্রীক্ষ মুখের মত হয়ে উঠচে । তুলি মাটিতে ফেঙ্গে দিয়ে বললে, “মন্ত্রীরই জিৎ হল ।” সেই দিনই পট নিয়ে গিয়ে মন্ত্রীকে অভিরাম বললে, “এই নাও সেই পট, তোমার ছেলেকে দিয়ে।”
- মন্ত্রী বললে, “কত দাম ?”
অভিরাম বললে, “আমার দেবতার ধ্যান তুমি কেড়ে নিয়েছিলে, এই পষ্ট দিয়ে সেই ধ্যাম ফিরে নেব।” মন্ত্রী কিছুই ফুৰতে পাৰূলে না । ജ്ജത്ത