পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ుeta জিপিক। টানে তার শব্দ আসে ; নাৎসী কাক তাড়ায় ; বুড়ে বসে বসে পুতুল গড়ে । বুড়োর সকলের চেয়ে ভয় তার মেয়েকে। সেই গিন্নির শাসন বড় কড়া, তার সংসারে সবাই থাকে সাবধানে । , বুড়ে আজ একমনে পুতুল গড়তে বসেচে, হুস হল না, পিছন থেকে তার মেয়ে ঘন ঘন হাত ফুলিয়ে আসচে। কাছে এসে যখন সে ডাক দিলে তখন চৰ্যমাট চোখ থেকে খুলে নিয়ে অবোধ ছেলের মত তাকিয়ে রইল। মেয়ে বললে, “তুধ দোয় পড়ে থাক, আর তুমি সুভদ্রাকে নিয়ে বেলা বইয়ে দাও ! অত বড় মেয়ে, ওর কি পুতুল খেলার বয়স ” । বুড়ো তাড়াতাড়ি বলে উঠল, “স্থভদ্রা খেলবে কেন ? এ পুতুল রাজবাড়িতে বেচুব। আমার দাদীর যেদিন বর আসবে সেদিন ত ওর গলায় মোহরের মালা পরাতে হবে। আমি তাই টাকা জমাতে চাই ।” মেয়ে বিরক্ত হয়ে বললে, “রাজবাড়িতে এ পুতুল কিনবে কে ?”