পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নতুন পুতুল ه به বুড়োর মাথা হেঁট হয়ে গেল। চুপ করে বসে রইল। স্বভদ্রা মাথা নেড়ে বললে, "দাদার পুতুল রাজবাড়িতে কেমন না কেনে দেখৰ ” । ছুদিন পরে স্বভদ্রা এক কাহন সোনা এনে মাকে বললে, “এই নাও আমার দাদার পুতুলের দাম।” মা বললে, “কোথায় পেলি ?” মেয়ে বললে, “রাজপুরীতে গিয়ে বেচে এসেচি।” বুড়ে হাস্তে হাসতে বললে, “দাদী, তৰু ত তোর দাদা এখন চোখে ভাল দেখে না, তার হাত কেঁপে যায় ।” মা খুসি হয়ে বললে, “এমন ষোলোটা মোহর হলেই ত সুভদ্রার গলার হার হবে।” ৰুড়ে বললে, “তার অার ভাবনা কি ?” স্থম্ভজা বুড়োর গলা জড়িয়ে ধরে বললে, “দাদাভাই, আমার বরের জন্তে ত ভাবনা নেই।” বুড়ে হাসতে লাগল, আর চোখ থেকে একফোট৷ জল মুছে ফেললে।