এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১৮
লিপিকা
অধ্যাপক বললেন, “রুচিরা।”
রাজা জিজ্ঞাসা করলেন, “আর কৌশিক?”
অধ্যাপক বললেন, “সে যে কিছুই শিখেচে এমন বোধ হয় না।”
রাজা বললেন, “আমি কৌশিকের সঙ্গে রুচির বিবাহ ইচ্ছা করি।”
অধ্যাপক একটু হাসলেন, বললেন, “এ যেন গোধূলীর সঙ্গে ঊষার বিবাহের প্রস্তাব।”
রাজা মন্ত্রীকে ডেকে বললেন, “তোমার কন্যার সঙ্গে কৌশিকের বিবাহে বিলম্ব উচিত নয়।”
মন্ত্রী বললে, “মহারাজ, আমার কন্যা এ বিবাহে অনিচ্ছুক।”
রাজা বললেন, “স্ত্রীলোকের মনের ইচ্ছা কি মুখের কথায় বোঝা যায়?”
মন্ত্রী বললে, “তার চোখের জলও যে সাক্ষ্য দিচ্চে।”
রাজা বললেন, “সে কি মনে করে কৌশিক তার অযোগ্য।”
মন্ত্রী বললেন, “হাঁ, সেই কথাই বটে।”
রাজা বললেন, “আমার সামনে দুজনের বিদ্যার পরীক্ষা হোক। কৌশিকের জয় হলে এই ৰিবাহ সম্পন্ন হবে।”
পরদিন মন্ত্রী রাজাকে এসে বললে, “এই পণে আমার কন্যার মত আছে।”