এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
এদিকে ইন্দ্রলোকে খবর পৌছল, মানুষ মর্ত্যকে লঙ্ঘন করে স্বর্গ পেতে চায়—এত বড় স্পৰ্দ্ধা ! ইন্দ্র প্রকাশ্যে রাগ দেখালেন, গোপনে ভয় পেলেন । বললেন, “দৈত্য স্বর্গ জয় করতে চেয়েছিল বাহুবলে, তার সঙ্গে লড়াই চলেছিল ; মানুষ স্বৰ্গ নিতে চায় দুঃখের বলে, তার কাছে কি তার মানতে হবে ?” মেনকাকে মহেন্দ্র বললেন, “যাও, তপস্যা ভঙ্গ করগে ।” মেনকা বললেন, “সুররাজ, স্বগের অস্ত্রে মর্ত্যের মানুষকে যদি পরাস্ত করেন তবে তাতে স্বর্গের পরাভব । মানবের মরণবাণ কি মানবীর হাতে নেই ?” ইন্দ্র বললেন, “সে কথা সত্য ।” ফাস্তুম মাসে দক্ষিণ হাওয়ার দোঙ্গ ঙ্গাগতেই মৰ্ম্মরিত মাধবীলতা প্রফুল্প হয়ে ওঠে। তেমনি ঐ