এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
রথযাত্রা ১৩৫ খানে পৌছল মন্ত্রী তাকে ডেকে বললে, “ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল ।” সে হাত জোড় করে বলল, “কত চলব ? ঠাকুরের দুয়ার পর্য্যন্ত পৌছই এমন সাধ্য কি আমার আছে ?” মন্ত্রী বললে, “ভয় কিরে তোর, রাজার সঙ্গে চলবি।” সে বললে, “সৰ্ব্বনাশ | রাজার পথ কি আমার পথ ?” মন্ত্রী বললে, “তবে তোর উপায় ? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না ?” সে বললে, “ঘটবে বই কি ! ঠাকুর ত রথে করেই আমার হুয়ারে আসেন।” মন্ত্রী হেসে উঠল। বললে, “তোর হুয়ারে রথের চিহ্ন কই ?” দুঃখী বললে, “র্তার রথের চিহ্ন পড়ে না।” মন্ত্রী বললে, “কেন বল ত ?” দুঃখী বললে, “তিনি যে আসেন পুষ্পক রথে।” মন্ত্রী বললে, “কই রে সেই রথ ?” দুঃখী দেখিয়ে দিলে, তার দুয়ারের দুই পাশে দুটি সূৰ্য্যমুখী ফুটে আছে। காஷ்பூழ்மதம் இகம்