এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মুক্তি \లివె বিশেষ মানুষের ছবি নয়। যতই বেশি চেষ্টা করে ততই বেশি তফাৎ হয়ে যায় । মূৰ্ত্তিকে তখন সে গয়না দিয়ে সাজাতে থাকে, একশো এক পদ্মের ডালি দিয়ে পুজো করে, সন্ধ্যেবেলায় তার সামনে গন্ধতৈলের প্রদীপ জালে,—সে প্রদীপ সোনার, সে তেলের অনেক দাম । দিনে দিনে গয়না বেড়ে ওঠে, পূজোর সামগ্রীতেই বেদী ঢেকে যায়, মূৰ্ত্তিকে দেখা যায় না। এক ছেলে এসে তাকে বললে, “আমরা খেলব ।” “কোথায় ?” “ঐখানে, যেখানে তোমার পুতুল সাজিয়েচ।” মেয়ে তাকে হাকিয়ে দেয়, বলে, “এখানে কোনোদিন খেলা হবে না।” আর এক ছেলে এসে বলে, “আমরা ফুল তুলব।” “কোথায় ?” “ঐযে তোমার পুতুলের ঘরের শিয়রে যে চাপ৷ গাছ আছে ঐ গাছ থেকে।” মেয়ে তাকে তাড়িয়ে দেয়, বলে, “এ ফুল কেউ ছুতে পাবে না।”