এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
>$● লিগিক। আর এক ছেলে এসে বলে, “প্রদীপ ধৰ্বে আমাদ্ধের পথ দেখিয়ে দাও।” “প্রদীপ কোথায় ?” “ঐ যেটা তোমার পুতুলের ঘরে জালে৷ ” মেয়ে তাকে তাড়িয়ে দেয়, বলে “ও প্রদীপ ওখান থেকে সরাতে পারব না ।” এক ছেলের দল যায় আর-এক ছেলের দল আসে । মেয়েটি শোনে তাদের কলরব, আর দেখে তাদের নৃত্য। ক্ষণকালের জন্য অন্যমনস্ক হয়ে যায়। অমনি চমকে ওঠে, লজ্জা পায় । মেলার দিন কাছে এল । পাড়ার বুড়ে এসে বললে, “বাছ, মেলা দেখতে যাবিনে ?” মেয়ে বললে, “আমি কোথাও যাব না ।* সঙ্গিনী এসে বললে, “চল, মেলা দেখধি চল - মেয়ে বললে, “আমার সময় নেই।” ছোট ছেলেটি এসে বললে, “আমায় সঙ্গে নিয়ে মেলায় চল না ।”