এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
Ꮌ88 লিপিকা রাজপুত্র ভর্তৃহরির কাব্য পড়তে লাগল, পুথি থেকে চোখ তুলল না। রাজা বল্লে, “এর কারণ ? ডাক দেখি মন্ত্রীর পুত্রকে।” মন্ত্রীর পুত্র এল। রাজা বললে, “তুমি ত আমার ছেলের মিতা, সভ্য করে বল, বিবাহে তার মন নেই কেন ?” মন্ত্রীর পুত্র বললে, “মহারাজ, যখন থেকে তোমার ছেলে পরীস্থানের কাহিনী শুনেচে সেই অবধি তার কামনা সে পরী বিয়ে করবে।” বড় বড় পণ্ডিত ডাকা হ’ল, যেখানে যত পুথি আছে তারা সব খুলে দেখলে। মাথা নেড়ে বললে, পুথির কোনো পাতায় পরীস্থানের কোনো ইসার মেলেনা ৷ তখন রাজসভায় সপ্তদাগরদের ভাক পড়ল । ভারা বললে, “সমুদ্র শার হয়ে কত দ্বীপেই ঘুরলেম,— এল দ্বীপে, মরীচ দ্বীপে, লবঙ্গলভার দেশে । আমরা