পরীর পরিচয় Ꮌ8☾ গিয়েচি কৈলাসে দেবদারু বনে, কোথাও পরীস্থানের কোনো ঠিকানা পাইনি।” রাজা বললে, “ডাক মন্ত্রীর পুত্রকে ।” মন্ত্রীর পুত্র এল। রাজা তাকে জিজ্ঞাসা করলে, “পরীস্থানের কাহিনী রাজপুত্র কার কাছে শুনেচে ?” মন্ত্রীর পুত্র বল্লে, “সেই যে আছে নবীন পাগলা, বাশি হাতে বনে বনে ঘুরে বেড়ায়, শিকার করতে গিয়ে রাজপুত্র তারি কাছে পরীস্থানের গল্প শোনে।” রাজা বললে, “আচ্ছা, ডাক তাকে ।” নবীন পাগলা এক মুঠো বনের ফুল ভেট দিয়ে রাজার সামনে দাড়াল। রাজা তাকে জিজ্ঞাসা করলে, “পরীস্থানের খবর তুমি কোথায় পেলে ?” সে বললে, “সেখানে ত আমার সদাই যাওয়া আসা ।” রাজা জিজ্ঞাসা করলে, “কোথায় সে জায়গা ?” পাগল বল্লে, “তোমার রাজ্যের সীমানায় চিত্রগিরি পাহাড়ের তলে, কাম্যক সরোবরের ধারে ।” রাজা জিজ্ঞাসা করলে, “সেইখানে পরী দেখা যায় ?” 僖 পাগলা বললে, “দেখা যায়, কিন্তু চেনা যায় না । তার ছদ্মবেশে থাকে। কখনো কখনো যখন চলে’ যায় পরিচয় দিয়ে যায়, আর ধরবার পথ থাকেন৷ ” Se
পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।