পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8% লিপিকা রাজা জিজ্ঞাসা করলে, “তুমি তাদের চেন কি উপায়ে ?” পাগলা বললে, “কখনো বা একটা সুর শুনে, কখনো বা একটা অালো দেখে ।” রাজা বিরক্ত হয়ে বলে, “এর আগাগোড়া সমস্তই পাগলামি, একে তাড়িয়ে দাও।” পাগলার কথা রাজপুত্রের মনে গিয়ে বাজ ল। ফাল্গুন মাসে তখন ডালে ডালে শালস্কুলে ঠেলাঠেলি, আর শিরীষ ফুলে বনের প্রাস্ত শিউরে উঠেচে। রাজপুত্র চিত্রগিরিতে এক চলে গেল। সবাই জিজ্ঞাসা করলে, “কোথায় যাচ্চ ?” সে কোনো জবাব করলে না । গুহার ভিতর দিয়ে একটি ঝরনা ঝরে আসে, সেটি গিয়ে মিলেচে কাম্যক সরোবরে ; গ্রামের লোক তাকে বলে “উদাস ঝোরা ।” সেই ঝরনাতলায় একটি পোড়ো মন্দিরে রাজপুত্র বাস নিলে। একমাস কেটে গেল। গাছে গাছে যে কচি পাতা উঠেছিল তাদের রঙ ঘল হয়ে আসে, আর ঝরা ফুলে বনপথ ছেয়ে যায়। এমন সময় একদিন ভোরের স্বপ্নে