এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পরীর পরিচয় ›8ማ রাজপুত্রের কানে একটি বাশির স্বর এল। জেগে উঠেই রাজপুত্র বললে, “আজ পাব দেখা ।” তখনি ঘোড়ায় চড়ে ঝরনা-ধারার তীর বেয়ে চলুল, পৌছল কাম্যক সরোবরের ধারে। দেখে, সেখানে পাহাড়েদের এক মেয়ে পদ্মবনের ধারে বসে আছে। ঘড়ায় তার জল ভরা, কিন্তু ঘাটের থেকে সে ওঠে না । কালো মেয়ে কানের উপর কালে চুলে একটি শিরীষ ফুল পরেচে, গোধূলিতে যেন প্রথম তারা । রাজপুত্র ঘোড়া থেকে নেমে তাকে বললে, “তোমার ঐ কানের শিরীষ ফুলটি আমাকে দেবে ?” যে হরিণী ভয় জানে না এ বুঝি সেই হরিণী ? ঘাড় বেঁকিয়ে একবার সে রাজপুত্রের মুখের দিকে চেয়ে দেখলে । তখন তার কালো চোখের উপর একটা কিসের ছায় আরো ঘন কালো হয়ে নেমে এল-ঘুমের উপর যেন স্বপ্ন, দিগন্তে যেন প্রথম শ্রাবণের সঞ্চার । 曾 মেয়েটি কান থেকে ফুল খসিয়ে রাজপুত্রের হাতে দিয়ে বললে, “এই নাও।”