এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
Ֆ8Եr লিপিক। রাজপুত্র তাকে জিজ্ঞাসা করলে, “তুমি কোন পরী আমাকে সত্য করে বল।” শুনে একবার মুখে দেখা দিল বিস্ময়, তার পরেই আশ্বিন মেঘের আচমকা বৃষ্টির মত তার হাসির উপর হাসি, সে আর থামতে চায় না। রাজপুত্ৰ মনে ভাবল, “স্বপ্ন বুঝি ফল্ল—এই হাসির সুর যেন সেই বাশির সুরের সঙ্গে মেলে।” রাজপুত্র ঘোড়ায় চড়ে দুই হাত বাড়িয়ে দিলে, বললে, “এস।” সে তার হাত ধরে ঘোড়ায় উঠে পড়ল, একটুও ভাবল না। তার জলভরা ঘড়া ঘাটে রইল পড়ে । শিরীষের ডাল থেকে কোকিল ডেকে উঠল, কুহু কুহু কুহু কুহু । “তোমার নাম কি ?” সে বললে “আমার নাম কাজরী।” উদাস ঝোরার ধারে দুজনে গেল সেই পোড়ে। মন্দিরে। রাজপুত্র বললে, “এবার তোমার ছদ্মবেশ ফেলে দাও।” সে বললে, “আমরা বনের মেয়ে, আমরা ত ছদ্মবেশ জানিনে ।”