এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
Y& o লিপিক। গাছতলায় তাত পেতে কাপড় বুনচে, আর গুন গুন করে’ গান গাইচে । i সে বললে, “না, আমি যাব না।” কিন্তু ঢাক ঢোল বেজে উঠল, বাজল বাশি, কাসি, দামামা ; ওর কথা শোনা গেলন । চতুদোল থেকে কাজরী যখন রাজবাড়িতে নামল, রাজমহিষী কপাল চাপড়ে বললে, “এ কেমনতর পরী ?” রাজার মেয়ে বললে, “ছি, ছি, কি লজ্জা !” মহিষীর দাসী বললে, “পরীর বেশটাই বা কি রকম ?” রাজপুত্র বললে, “চুপ কর, তোমাদের ঘরে পরী ছদ্মবেশে এসেছে।” দিনের পর দিন যায়। রাজপুত্র জোৎস্নারাত্রে ৰিছানায় জেগে উঠে চেয়ে দেখে কাজরীর ছদ্মবেশ একটু কোথাও খসে পড়েছে কিনা । দেখে যে কালো মেয়ের কালো চুল এলিয়ে গেচে, আর তার দেহখানি যেন কালো পাথরে নিখুৎ করে খোদা একটি প্রক্তিম। রাজপুত্র চুপ করে’ বসে’ ভাৰে,