এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
›®ኩም লিপিক। সৃষ্টি থেকে একেবারে আরেক স্বষ্টিতে এসে পৌছয় | এই স্বষ্টি কোন আকাশে যে স্থান পায়, কোন বিরাট চিত্তের স্মরণাকাশে, তা আমিও ঠিক জানি নে । মনে হয় যেন বেদনার একটা আকাশ গাছে । সে আকাশ মাপের আকাশ নয়।” —“আর ওর কাল ?” —“রে কালও ঘটনার কাল নয়, বেদনার কাল। তাই সে কাল সংখ্যার অতীত ।” —“তুই আকাশ হুই কালের জীব তুমি, তুমি অস্তৃত। তোমার ভিতরের কথা কিছুই বুঝলেম না।” —“নাই বা বুঝলে ।” —“আমার বাইরের কথা তুমিই কি ঠিক বোঝ ?” —“তোমার বাইরের কথা আমার ভিতরে এসে যে কথা হয়ে ওঠে তাকে যদি বোঝা বল ত সে বোঝা, যদি গান বল ত গান, কল্পনা বল ত কল্পনা ।” গাছ তার সমস্ত ডালগুলো তুলে আমাকে বললে, “একটু থামে। তুমি বড় বেশি ভাবে, আর বড় বেশি বকেশ ।” শুনে আমার মনে হ’ল, “একথা সত্যি * অামি