এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রাণ মন Ꮌ© বল্লেম, “চুপ করবার জন্তেই তোমার কাছে আসি, কিন্তু অভ্যাস দোষে চুপ করে করেও বকি ; কেউ কেউ যেমন ঘুমিয়ে ঘুমিয়েও চলে ।” কাগজটা পেন্সিলটা টেনে ফেলে দিলেম, রইলেম ওর দিকে অনিমেষ তাকিয়ে । ওর চিকন পাতাগুলো ওস্তাদের আঙুলের মত আলোকৰীণায় দ্রুততালে ঘ দিতে লাগল। হঠাৎ আমার মন বলে উঠল, “এই তুমি যা দেখৃচ আর এই আমি যা ভাব চি এর মাঝখানের যোগটা কোথায় ? আমি তাকে ধমক দিয়ে বললেম, “আবার তোমার প্রশ্ন ? চুপ কর।” চুপ করে রইলেম, একদৃষ্টে চেয়ে দেখলেম। বেলা কেটে গেল । গাছ বললে, “কেমন, সব বুঝেচ ?” আমি বললেম, “বুঝেচি।” সেদিন ত চুপ করেই কাটুল। পরদিনে আমার মন আমাকে জিজ্ঞাসা করলে “কাল গাছটার দিকে তাকিয়ে তাকিয়ে হঠাৎ ৰলে’ উঠ লে বুঝেচি, কি বুৰোচ বল ত ?”