পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

VeV( লিপিক।لا জায়গা বেড়ে চলেচে, জিনিষপত্র কম হ’ল না, ইমারতের সাতটা মহল সারা হ’ল । আমি বললেম, “এইবার আমার কথার একটা জবাব দাও !” মন বলে, “আরে রোসো, আমার সময় নেই !” আমি বললেম, “কেন, আরো জায়গা চাই ? আরো ঘর, আরো সরঞ্জাম ?” মন বললে, “চাই বই কি !” আমি বললেম, “এখনো যথেষ্ট হয়ন ?” মন বললে, “এতটুকুতে ধরবে কেন ?” আমি জিজ্ঞাসা করলেম, “কি ধরবে ? কাকে ধরবে ?” মন বললে, “সে-সব কথা পরে হবে।” তবু আমি প্রশ্ন করলেম, “সে বুঝি মস্ত বড় ?” মন উত্তর করলে, “বড় বই কি ” এত বড় ঘরেও তাকে কুলবে না, এত মস্ত জায়গায় ! আবার উঠে পড়ে লাগলেম । দিনে আহার নেই, রাত্রে নিদ্রা নেই। যে দেখলে, সেই বাহবা দিলে, বললে, “কাজের লোক বটে " এক একবার কেমন আমার সন্দেহ হ’তে লাগল, বুঝি মন বঁাদরটা আসল কথার জবাব জানে না ! সেই জন্তেই কেবল কাজ চাপা দিয়ে জবাবটাকে সে ঢাকা দেয়। মাঝে মাঝে এক-একবার ইচ্ছা হয়,