পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S१० লিপিক। কোথায়, আর মস্ত ভারী সমারোহ ? কিছু ত দেখিনে, শুনিনে ।” বলতে বলতে আকাশে কে যেন পরশমণি ছুইয়ে দিলে। সোনার আলোয় চারদিক্ ঝলমল করে’ উঠল। কোথা থেকে একটা রব উঠে গেল,—“দূত এসেচে ।” আমি মাটিতে মাথা ঠেকিয়ে দূতের উদ্দেশে জিজ্ঞাসা করলেম, “আসচেন নাকি ?” চারিদিক থেকে জবাব এল—“হা, আসচেন ।” মন ব্যস্ত হয়ে বলে উঠল, “কি করি | সবেমাত্র আমার ছয়তলা বাড়ির ছাদ পিটোনো চল্‌চে ; আর সাজসরঞ্জাম সব ত এসে পৌছল না।” উত্তর শোনা গেল, “আরে, ভাঙো, ভাঙে তোমার ছ’তলা বাড়ি ভাঙে !” মন বললে, “কেন ?” উত্তর এল, “আজ আগমনী যে ! তোমার ইমারত্ট বুক ফুলিয়ে পথ আটকেচে ।” মন অবাক হয়ে রইল । আবার শুনি, “ঝেটিয়ে ফেল তোমার সাজসরঞ্জাম ।” মন বললে, “কেন ?” “তোমার সরঞ্জাম যে ভিড় করে জায়গা জুড়েচে ।”