এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
আগমনী ᎩᏄᎼ যাক্ গে। কাজের দিনে বসে’ বসে ছ’তলা বাড়ি গাথ লেম, ছুটির দিনে একে একে সব ক’টা তল৷ ধূলিসাৎ করতে হ’ল। কাজের দিনে সাজ-সরঞ্জাম হাটে হাটে জড়ো করা গেল, ছুটির দিনে সমস্ত বিদায় করেচি। কিন্তু মস্ত বড় রথের চুড়ে কোথায়, আর মস্ত ভারী সমারোহ ? মন চারদিকে তাকিয়ে দেখলে। কি দেখতে পেলে ? শরৎপ্রভাতের শুকতারা । কেবল ঐটুকু ? হাঁ, ঐটুকু। আর দেখতে পেলে শিউলিবনের শিউলি ফুল । কেবল ঐটুকু ? হ, ঐটুকু। আর দেখা দিল ল্যাজ তুলিয়ে ভোরবেলাকার একটি দোয়েল পাখী । আর কি ? * আর একটি শিশু, সে খিলখিল করে হাসতে হাসতে মায়ের কোল থেকে ছুটে পালিয়ে এল বাইরের আলোতে । তুমি যে বললে আগমনী, সে কি এরই জন্তে ? ই, এরি জন্যেই ত প্রতিদিন আকাশে বঁাশী বাজে, ভোরের বেলায় অালো হয় ।