ᎼᏄ8 লিপিকা বৃহস্পতি । মহেন্দ্র, আপনার কথা আমি ঠিক বুঝতে পারচিনে। স্বর্গের কি বিপদ আশঙ্কা করচেন ? ইন্দ্র। স্বর্গ নেই। বৃহস্পতি । নেই ? সে কি কথা ? তাহ’লে আমরা অাছি কোথায় ? ইন্দ্র । আমরা আমাদের অভ্যাসের উপর আছি, স্বৰ্গ যে কখন ক্রমে ক্ষীণ হয়ে ছায়া হয়ে লুপ্ত হয়ে গেছে, তা জানতেও পারিনি। কাৰ্ত্তিকেয়। কেন দেবরাজ, স্বগের সমস্ত সমারোহে সমস্ত অনুষ্ঠানই ত চলচে । ইন্দ্র। অনুষ্ঠান ও সমারোহ বেড়ে উঠেচে, দিনশেষে সূৰ্য্যাস্তের সমারোহের মত, তার পশ্চাতে অন্ধকার । তুমি ত জান দেব-সেনাপতি, স্বর্গ এত মিথ্যা হয়েচে যে, সকল প্রকার বিপদের ভয় পৰ্য্যন্ত তার চলে গেছে। দৈত্যেরা যে কত যুগ-যুগান্তর তাকে আক্রমণ করে নি তা মনে পড়ে না। আক্রমণ করবার যে কিছুই নেই। মাঝে মাঝে স্বর্গের যখন পরাভব হ’ত তখনও স্বর্গ ছিল, কিন্তু যখন থেকে— কাৰ্ত্তিকেয়। আপনার কথা যেন কিছু কিছু বুঝতে পারচি । বৃহস্পতি স্বপ্ন থেকে জাগ বামাত্রই যেমন বোঝা যায় স্বপ্ন দেখছিলুম, ইন্দ্রের কথা শুনেই তেমনি মনে
পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।