পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ԳԵ- লিপিকা বৃহস্পতি । সেই যাবার পথটাই বন্ধ, সেই নিয়েই ত দুঃখ । ইন্দ্র । দেবতার স্বরূপে সেখানে আর যেতে পারব না, মানুষ হয়ে জন্মগ্রহণ করব । নক্ষত্র যেমন খসে’ পড়ে’ তার আকাশের আলো আকাশে নিবিয়ে দিয়ে মাটি হয়ে মাটিকে আলিঙ্গন করে ; আমি তেমনি করে’ পৃথিবীতে যাব। বৃহস্পতি। আপনার জন্মাবার উপযুক্ত " বংশ পৃথিবীতে এখন কোথায় ? কাৰ্ত্তিকেয়। বৈশ্ব এখন রাজা, ক্ষত্রিয় এখন বৈশ্বের সেবায় লড়াই করচে, ব্রাহ্মণ এখন বৈশ্বের দাস । ইন্দ্র। কোথায় জন্মাব সে ত আমার ইচ্ছার উপরে নেই—যেখানে আমাকে আকর্ষণ করে” নেবে, সেইখানেই আমার স্থান হবে। বৃহস্পতি । আপনি যে ইন্দ্র সেই স্মৃতি কেমন করে’— ইন্দ্র । সেই স্মৃতি লোপ করে দিয়ে তবেই আমি মর্ত্যবাসী হয়ে মর্ত্যের সাধনা করতে পারব। কাৰ্ত্তিকেয়। এতদিন পৃথিবীর অস্তিত্ব ভুলেই ছিলুম, আজ আপনার কথায় হঠাৎ মন ব্যাকুল হয়ে উঠল। সেই তন্ত্ৰী শু্যামা ধরণী সূর্য্যোদয় সূৰ্য্যাস্তের পথ ধরে স্বর্গের দিকে কি উৎসুক দৃষ্টিতেই তাকিয়ে