এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
>bペ লিপিকা থেকে আমাদের বাহির কর—মৃত্যুর ভিতর দিয়ে আমাদের পথ রচনা কর । বৃহস্পতি । তুমি স্বৰ্গরাজ, আজ তুমি স্বর্গের তপোভঙ্গ করে জানিয়ে দাও যে স্বর্গ পৃথিবীরই। কাৰ্ত্তিকেয়। যার স্বর্গ কামনায় পৃথিবীকে ত্যাগ করবার সাঁধন করেচে চিরদিন তুমি তাদের পুথিবীতে ফিরিয়ে দেবার চেষ্টা করেচ–আজ স্বয়ং স্বৰ্গকে সেই পথে নিয়ে যেতে হবে। ইন্দ্র। সেই বাধার ভিতর দিয়ে মুক্তিতে পাবার পথ— বৃহস্পতি । যে মুক্তি আপন আনন্দে চিরদিনই বাধার সঙ্গে সংগ্রাম করে। গান পথিক হে, পথিক হে, ঐ যে চলে, ঐ যে চলে, সঙ্গী তোমার দলে দলে । অন্ত মনে থাকি কোণে, চমক লাগে ক্ষণে ক্ষণে, হঠাৎ শুনি জলে স্থলে, পায়ের ধ্বনি আকাশতলে । পথিক হে, পথিক হে, যেতে যেতে পথের থেকে, আমায় তুমি যেয়ো ডেকে । যুগে যুগে বারে বারে এসেছিলে আমার দ্বারে, হঠাৎ যে তাই জানিতে পাই তোমার চল হৃদয়তলে।