এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভুল স্বর্গ
৬১
মধ্যে বড়ো বড়ো ফাঁক পড়্তে লাগল। কান্নায় আর গানে সেই ফাঁক ভরে উঠ্ল।
স্বর্গীয় প্রবীণেরা বড়ো চিন্তিত হল। সভা ডাক্লে। তারা বললে, “এখানকার ইতিহাসে কখনো এমন ঘটেনি।”
স্বর্গের দূত এসে অপরাধ স্বীকার কর্লে। সে বল্লে, “আমি ভুল লোককে ভুল স্বর্গে এনেচি।”
ভুল লোকটিকে সভায় আনা হল। তার রঙীন পাগ্ড়ি আর কোমরবন্ধের বাহার দেখেই সবাই বুঝ্লে, বিষম ভুল হয়েচে।
সভাপতি তাকে বল্লে, “তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে।”
সে তার রঙের ঝুলি আর তুলি কোমরে বেঁধে হাঁফ ছেড়ে বল্লে, “তবে চল্লুম।”
মেয়েটি এসে বল্লে, “আমিও যাব।”
প্রবীণ সভাপতি কেমন অন্যমনস্ক হয়ে গেল। এই সে প্রথম দেখ্লে এমন একটা কাণ্ড যার কোনো মানে নেই।