এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৪
লিপিকা
৪
সন্ধ্যে বেলায় সেনাপতি রাজার সমুখে এসে দাঁড়াল। প্রণাম করে বল্লে, “মহারাজ, শৃগাল কুকুর ছাড়া এ গ্রামের কারো মুখে শব্দ শুন্তে পাবে না।”
মন্ত্রী বল্লে, “মহারাজের মান রক্ষা হল।”
পুরোহিত বল্লে, “বিশ্বেশ্বরী মহারাজের সহায়।”
বিদূষক বল্লে, “মহারাজ, এবার আমাকে বিদায় দিন্।”
রাজা বললেন, “কেন?”
বিদূষক বললে, “আমি মার্তেও পারিনে, কাট্তেও পারিনে, বিধাতার প্রসাদে আমি কেবল হাস্তে পারি। মহারাজের সভায় থাক্লে আমি হাস্তে ভুলে যাব।”