এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কর্ত্তার ভূত
১
বুড়ো কর্ত্তার মরণকালে দেশসুদ্ধ সবাই বলে উঠ্ল, “তুমি গেলে আমাদের কি দশা হবে?”
শুনে তারও মনে দুঃখ হল। ভাব্লে, “আমি গেলে এদের ঠাণ্ডা রাখ্বে কে?”
তা’ বলে মরণ ত এড়াবার জো নেই। তবু দেবতা দয়া করে বললেন, “ভাবনা কি? লোকটা ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাক্ না। মানুষের মৃত্যু আছে, ভূতের ত মৃত্যু নেই।”
২
দেশের লোক ভারি নিশ্চিন্ত হল।
কেননা, ভবিষ্যৎকে মান্লেই তার জন্যে যত ভাবনা, ভূতকে মান্লে কোনো ভাবনাই নেই; সকল ভাবনা ভূতের মাথায় চাপে। অথচ তার মাথা নেই, সুতরাং কারো জন্যে মাথাব্যথাও নেই।
৬