পাতা:লেখন-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

অতল আঁধার নিশা-পারাবার, তাহারি উপরিতলে
দিন সে রঙীন্ বুদ্বুদসম অসীমে ভাসিয়া চলে॥

Days are coloured bubbles
that float upon the surface
of fathomless night.

ভীরু মোর দান ভরসা না পায়
মনে সে যে র’বে কা’রো,
হয়তো বা তাই তব করুণায়
মনে রাখিতেও পারো॥

My offerings are too timid
to claim your remembrance—
and therefore you may remember them.

ফাগুন, শিশুর মতো, ধূলিতে রঙীন্ ছবি আঁকে,
ক্ষণে ক্ষণে মুছে ফেলে, চলে যায়, মনেও না থাকে॥

April, like a child, writes hieroglypics
on dust with flowers,
wipes them and forgets.

দেবমন্দির আঙিনাতলে শিশুরা করেছে মেলা,
দেবতা ভোলেন পূজারীদলে, দেখেন শিশুর খেলা॥

From the solemn gloom of the temple
children run out to sit in the dust,
God watches them play and forgets the priest.