এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
Wishing to hearten a timid lamp
great night lightens all her stars.
আমার বাণীর পতঙ্গ গুহাচর
আয় গহ্বর ছেড়ে
গোধূলিতে এলো শেষ যাত্রার অবসর,
হারিয়ে যা পাখা নেড়ে॥
Mind’s underground moths
grow filmy wings
and take a farewell flight
in the sunset sky till their hum is hushed.
দাঁড়ায়ে গিরি, শির
দাঁড়ায়ে গিরি, মেঘে তুলে,মেঘে তুলে,
দেখে না সরসীর
দাঁড়ায়ে গিরি, মেঘে তুলে,বিনতি।
অচল উদাসীর
দাঁড়ায়ে গিরি, মেঘে তুলে,পদমূলে
ব্যাকুল রূপসীর
দাঁড়ায়ে গিরি, মেঘে তুলে,মিনতি॥
The lake lies low by the hill,
a tearful entreaty of love
at the foot of the inflexible.