পাতা:লেখন-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

নিভৃত প্রাণের নিবিড় ছায়ায় নীরব নীড়ের পরে
কথাহীন ব্যথা একা একা বাস করে॥

In the shady depth of life are the lonely nests
of unutterable pains.

আলো যবে ভালোবেসে মালা দেয় আঁধারের গলে,
সৃষ্টি তারে বলে॥

Light accepts Darkness for his spouse
for the sake of creation.

আলোকের স্মৃতি ছায়া বুকে ক’রে রাখে,
ছবি বলি তাকে॥

The picture — a memory of light
treasured by the shadow.

ফুলে ফুলে যবে ফাগুন আত্মহারা
প্রেম যে তখন মোহন মদের ধারা।
কুসুম-ফোটার দিন হ’লে অবসান
তখন সে প্রেম প্রাণের অন্নপান॥

In the bounteous time of roses
love is wine.
It is food in the famished hour
when the petals are shed.