পাতা:লেখন-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দিন হয়ে গেল গত।
শুনিতেছি বসে নীরব আঁধারে
আঘাত করিছে হৃদয় দুয়ারে
দূর প্রভাতের ঘরে-ফিরে আসা
পথিক দুরাশা যত।

Through the silent night
I hear the knockings at my heart
of the morning’s vagrant hopes
sadly coming back.

জীর্ণ জয়-তোরণ-ধূলি পর
ছেলেরা রচে ধূলির খেলাঘর॥

By the ruins of terror’s triumph
children build their dust castle.

রঙের খেয়ালে আপনা খোয়ালে
হে মেঘ, করিলে খেলা।
চাঁদের আসরে যবে ডাকে তোরে
ফুরালো যে তোর বেলা॥

The cloud gives all its gold
to the departed sun
and greets the rising moon
with only a pale smile.