পাতা:লেখন-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

হে মহাসাগর বিপদের লোভ দিয়া
ভুলায়ে বাহির করেছ মানবহিয়া।
নিত্য তোমার ভয়ের ভীষণ বাণী
দুঃসাহসের পথে তারে আনে টানি॥

The sea of danger, doubt and denial
around man’s little island of certainty
challenges him across into the unknown.

গগনে গগনে নব নব দেশে রবি
নব প্রাতে জাগে নূতন জনম লভি॥

The same sun is newly born in new lands
in a ring of endless dawns.

জোনাকি সে ধূলি খুঁজে সারা,
জানে না আকাশে আছে তারা॥

The glow worm while exploring the dust
never knows that the stars are in the sky.

যবে কাজ করি
প্রভু দেয় মোরে মান।
যবে গান করি
ভালোবাসে ভগবান॥

God honours me when I work,
he loves me when I sing.