এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিরহ প্রদীপে জ্বলুক দিবস রাতি
মিলন স্মৃতির নির্ব্বাণহীন বাতি॥
Thou hast left thy memory as a flame
to my lonely lamp of separation.
মেঘের দল বিলাপ করে
আঁধার হ’লো দেখে।
ভুলেছে বুঝি নিজেই তা’রা
সূর্য্য দিলা ঢেকে॥
My clouds sorrowing in the dark
forget that they themselves
have hidden the sun.
ভিক্ষু বেশে দ্বারে তার “দাও” বলি দাঁড়ালে দেবতা
মানুষ সহসা পায় আপনার ঐশ্বর্য্য বারতা॥
Man discovers his own wealth
when God comes to ask gifts of him.
গুণীর লাগিয়া বাঁশি চাহে পথপানে।
বাঁশির লাগিয়া গুণী ফিরিছে সন্ধানে॥
The reed waits for his Master’s breath,
Master goes seeking for his reed.