Your moments’ careless gifts,
like the meteors of an autumn night
catch fire in the depth of my being.
মোর কাগজের খেলার নৌকা ভেসে চলে যায় সোজা
বহিয়া আমার অকাজ দিনের অলস বেলার বোঝা॥
My paper boats sail away in play
with the burden of my idle hours.
অকালে যখন বসন্ত আসে শীতের আঙিনা পরে
ফিরে যায় দ্বিধাভরে।
আমের মুকুল ছুটে বাহিরায়, কিছু না বিচার করে,
ফেরে না সে, শুধু মরে॥
Spring hesitates at winter’s door,
but the flower rashly runs out to him
and meets her doom.
হে প্রেম, যখন ক্ষমা করো তুমি সব অভিমান ত্যেজে,
কঠিন শাস্তি সে যে।
হে মাধুরী, তুমি কঠোর আঘাতে যখন নীরব রহো
সেই বড়ো দুঃসহ॥
Love punishes when it forgives
and the injured beauty by its awful silence.
দেবতার সৃষ্টি বিশ্ব মরণে নূতন হয়ে উঠে।
অসুরের অনাসৃষ্টি আপন অস্তিত্বভারে টুটে॥
পাতা:লেখন-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২