পাতা:লেখন-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।


The judge thinks that he is just
when he compares the oil of another’s lamp
with the light of his own.

গিরি যে তুষার নিজে রাখে, তার
ভার তা’রে চেপে রহে।
গলায়ে যা দেয় ঝরনাধারায়
চরাচর তারে বহে॥

Its store of snow is the hill’s own burden,
its outpouring of streams
is borne by all the world.

কাছে-থাকার আড়ালখানা
ভেদ ক’রে
তোমার প্রেম দেখিতে যেন
পায় মোরে॥

Let your love see me
even through the barrier of nearness.

ওই শুন বনে বনে কুঁড়ি বলে তপনেরে ডাকি—
“খুলে দাও আঁখি।”

I hear the prayer to the sun
from the myriad buds in the forest:
“Open our eyes.”