এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
জীবনখাতার অনেক পাতাই
এম্নিতরো শূন্য থাকে।
আপন মনের ধেয়ান দিয়ে
পূর্ণ ক’রে লও-না তাকে।
সেথায় তোমার গোপন কবি
রচুক্ আপন স্বর্গছবি,
পরশ করুক দৈববাণী
সেথায় তোমার কল্পনাকে॥
দেবতা যে চায় পরিতে গলায়
মানুষের গাঁথা মালা,
মাটির কোলেতে তাই রেখে যায়
আপন ফুলের ডালা॥
সূর্য্যপানে চেয়ে ভাবে মল্লিকামুকুল
কখন্ ফুটিবে মোর অত বড়ো ফুল॥
সোনার মুকুট ভাসাইয়া দাও
সন্ধ্যামেঘের তরীতে।
যাও চ’লে রবি বেশভূষা খুলে
মরণ মহেশ্বরের দেউলে
নীরবে প্রণাম করিতে॥