এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২০
সন্ধ্যার প্রদীপ মোর রাত্রির তারারে
বন্দে নমস্কারে॥
শিশিরের মালা গাঁথা শরতের তৃণাগ্র-সূচিতে
নিমেষে মিলায়,—তবু নিখিলের মাধুর্য্য-রুচিতে
স্থান তার চিরস্থির; মণিমালা রাজেন্দ্রের গলে
আছে, তবু নাই সে যে, নিত্য নষ্ট প্রতি পলে পলে॥
দিবসে যাহারে করিয়াছিলাম হেলা
সেইতো আমার প্রদীপ রাতের বেলা॥
ঝ’রে-পড়া ফুল আপনার মনে বলে—
বসন্ত আর নাই এ ধরণীতলে॥
বসন্তবায়ু, কুসুম-কেশর
গেছ কি ভুলি?
নগরের পথে ঘুরিয়া বেড়াও
উড়ায়ে ধূলি॥
হে অচেনা, তব আঁখিতে আমার
আঁখি কারে পায় খুঁজি।
যুগান্তরের চেনা চাহনীটি
আঁধারে লুকানো বুঝি॥
এই পাতার পাঠশোধন-সূত্র: পাতা:রবীন্দ্র-রচনাবলী (সপ্তম খণ্ড) - সুলভ বিশ্বভারতী.pdf/২৩৯