পাতা:লেখন-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২১

নীরব যিনি তাঁহার বাণী নামিলে মোর বাণীতে
তখন আমি তাঁরেও জানি মোরেও পাই জানিতে॥

কাঁটাতে আমার অপরাধ আছে
দোষ নাহি মোর ফুলে।
কাঁটা, ওগো প্রিয়, থাক্ মোর কাছে,
ফুল তুমি নিয়ো তুলে॥

চেয়ে দেখি হোথা তব জানালায়
স্তিমিত প্রদীপখানি
নিবিড় রাতের নিভৃত বীণায়
কী বাজায় কী বা জানি॥

পৌর পথের বিরহী তরুর কানে
বাতাস কেন বা বনের বারতা আনে॥

ওযে চেরীফুল তব বন-বিহারিণী,
আমার বকুল বলিছে “তোমারে চিনি।”

ধনীর প্রাসাদ বিকট ক্ষুধিত রাহু
বস্তুপিণ্ড বোঝায় বদ্ধ বাহু।
মনে পড়ে সেই দীনের রিক্ত ঘরে
বাহু বিমুক্ত আলিঙ্গনের তরে॥