পাতা:লেখন-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

গিরির দুরাশা উড়িবারে
ঘুরে মরে মেঘের আকারে॥

দূর হতে যারে পেয়েছি পাশে
কাছের চেয়ে সে কাছেতে আসে॥

উতল সাগরের অধীর ক্রন্দন
নীরব আকাশের মাগিছে চুম্বন॥

চাঁদ কহে, “শোন্
শুকতারা,
রজনী যখন
হ’ল সারা
যাবার বেলায়
কেন শেষে
দেখা দিতে হায়
এলি হেসে,
আলো আঁধারের
মাঝে এসে
করিলি আমায়
দিশাহারা॥”