এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২২
হতভাগা মেঘ পায় প্রভাতের সোনা,—
সন্ধ্যা না হতে ফুরায়ে ফেলিয়া
ভেসে যায় আনমনা॥
তোমারে. প্রিয়ে, হৃদয় দিয়ে
জানি তবুও জানি নি।
সকল কথা বলো নি অভিমানিনী॥
লিলি, তোমারে গেঁথেছি হারে, আপন বলে চিনি,
তবুও তুমি র’বে কি বিদেশিনী॥
ফুলের লাগি তাকায়ে ছিলি শীতে
ফলের আশা ওরে!
ফুটিল ফুল ফাগুন রজনীতে
বিফলে গেলো ঝরে॥