পাতা:লেখমালানুক্রমণী (প্রথম খণ্ড, প্রথম ভাগ).djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তরাপথের লিপিমালা । , ܘܶ যদি প্ৰকৃত প্ৰস্তাবে এই “রাখী”জাতীয় লোক হয়, তবে অনুমান করা যাইতে পারে যে, যে সময়ে শিলালিপি উৎকীর্ণ হইয়াছিল, তখন কাঙ্গড়া জেলায় ‘মাৰী” জাতির বাস ছিল না। যদি তাহ থাকিত, তাহা হইলে দেশের মধ্যে একজন হঠাৎ আপনাকে এরূপে বিশিষ্টতা প্ৰদান করিতে পারিত না । ভোগেলের মতে এই তথ্যটুকুই এই লিপির ঐতিহাসিক মূল্য। কানহিয়ারা ও পঠিয়ার এই উভয় লিপিতে প্ৰথমে ব্ৰাহ্মী ও পরে খরোটী অক্ষরে লেখা দেখিয়া অনুমান করা যাইতে পারে যে, এক সময়ে কাঙ্গড়া জেলায় উভয় প্রকার অক্ষরই প্ৰচলিত ছিল । বিবরণ,-৫ম লিপির ন্যায় এই লিপিও ব্রাহ্মী ও খরোষ্ঠী উভয় অক্ষরে coांडि। ১। ব্ৰাহ্মী অক্ষরে-বায়লস পুখরিণি। ২। খরোষ্ঠী , -রখীদরস বয়ুলস পুখরিণি। ব্ৰাহ্মী অক্ষরের লিপিতে “বায়লস’ আর খরোষ্ঠী অক্ষরের লিপিতে “বন্ধুলিস’ পদ আছে। ডাক্তার ভোগেল এই দুই লিপির পাঠের সামঞ্জস্ত করিয়া ‘বায়ুলস’ পাঠ গ্ৰহণ করিয়াছেন। তঁহার মতে ব্ৰাহ্মী লিপি সংশোধন করিয়া লিখিলে ‘বায়ুলসস পুখরিণি” এইরূপ বাক্য হইবে। খরোষ্ঠী অক্ষরের রখীদািরস” এই অধিক পদটি ড্রাক্তার ভোগেলের মতে সংস্কৃত ‘রখীতরস্ত’ হইবে। এই পদের ‘খ’-কারে শিকার, কি নী-কার আছে, তাহা তিনি মূল শিলালিপি হইতে ঠিক করিয়া দেন নাই, তবে দুই-ই হইতে পারে বলিয়াছেন। তিনি বলেন,-শিকার দিলে রথিতরস্ত পদে। ‘রথিন শব্দের তুলনার্থ তরট প্রত্যয়ন্ত পদ হয়, আরী-কার দিলে “রখীতােয়ন্ত' পদে বৈদিক “রথি' শব্দের তরট প্রত্যয়ান্ত পদ হয়। অর্থ উভয় পদেই রথবিহারী; সুতরাং ভোগেলের মতে এই লিপির অর্থ-“রখীতার বায়ুলের পুষ্করিণী।”* এই লিপিতে ব্রান্ধী অক্ষরে এক পংক্তি খোদিত আছে। ইহাতেও ব্ৰাহ্মী লিপির পর ৫ম লিপির ন্যায় স্বস্তিক ও পদাঙ্ক-চিহ্ন আছে। মন্তব্য,-ইহার ভাষাও প্ৰাকৃত, কিন্তু অতি প্ৰাচীন কালের প্রাকৃত। ডাক্তার ভোগেল বলেন, ইহা মাগধী প্রাকৃতের ন্যায় নহে, শৌরসেনী মহারাষ্ট্রীর 动t颈目 S iiB BBtBB LBLBD BDS ED SDTu LB gB DSL SYBDSDDSDiDSDD ৬১ পূঃ দ্রষ্টব্য। শ্ৰীহরপ্ৰসাদ শাস্ত্রী।