পাতা:লেখমালানুক্রমণী (প্রথম খণ্ড, প্রথম ভাগ).djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তরাপথের লিপিমালা । dà डटोन्डिe,-ठमथ नाई। ر• ইতিহাসন,-বান্দা জেলায়, পৈলাসি তহশীলে, ইচ্ছাবার গ্রামের পশ্চিমে ধনেসর খেয়ায় অষ্টধাতু-নিৰ্ম্মিত ধৰ্ম্মচক্রমুদ্রাস্থিত একটি বৌদ্ধ মুক্তি পাওয়া যায়। বান্দা জেলার তাৎকালীন কালেক্টর ডাঃ হােই এই মূৰ্ত্তি ক্ৰয় করিয়া লইয়া গিয়াছেন। ; বিবরণ-(১)। দেয়ধৰ্ম্মোয়ং গুপ্তবংশোদিত শ্ৰীহরিডাসস্য রাজ্ঞী মহাদেব্যাঃ যাদাত্ৰ পুণ্যং তদভবতু। (২) । সর্ব সত্বানােম মাতাপিতৃ পূর্বঙ্গমং অনুত্তরপদজ্ঞানাবাপ্তিয়ে। “গুপ্তবংশে উদিত শ্ৰীহরিডাসের রাজী মহাদেবীর ধৰ্ম্মার্থ দান ; ইহাতে যে পুণ্য হইবে, তাহা মাতা ও পিতার এবং সৰ্ব্ব সত্বের অনুত্তরপদজ্ঞান লাভের निमिख ड९नई श्ल।” মাস্তব্য,-ইহার ভাষা সংস্কৃত । অক্ষর খৃষ্টীয় পঞ্চম শতাব্দীর উত্তর ভারতীয় অক্ষর। খোদিত লিপিটি বুদ্ধমূৰ্ত্তির পাদপীঠে উৎকীর্ণ। মূৰ্ত্তির थांकांश ५२३7 × २87। ১১ । আনিয়োরের বুদ্ধমুক্তির খোদিত লিপি । (ক) পুকেবাজেরুখ,-১৮৮৫ কানিংহাম-আ-সা-রি, ২০ খ, পৃঃ ৪৮—মুফ ৪, ৫, ১৯১০ ভোগেল মথুরা মিউজিয়মের তালিকা পৃঃ ৪৮, নং এ ২-মুফ ৮। তারিখ,-উল্লেখ নাই। ইতিহাসন,-সার আলেকজাণ্ডার কানিংহাম ১৮৮২-৮৩ খৃষ্টাব্দে গিরিরাজ বা গোবৰ্দ্ধন গিরির পাদমূলে আনিয়োর গ্রামে আবিষ্কার করিয়াছিলেন। রায় বাহাদুর পণ্ডিত রাধাকৃষ্ণ ১৯১৭ খৃষ্টাব্দে ইহা মথুরা মিউজিয়মের জন্য में कम । বিবরণ,--(১)। উপাসকস্য সুষস্য হারুষস্য দান [ং] বুদ্ধ প্রতিমা উত্তরস্য হারুষস্য। (২)। বিহারে সহা মাতা পিন্তিহি সর্বসত্বানাং হিত সুখাৰ্থং। “হারুষবাসী উপাসক সুষের দান, মাতা ও পিতার সহিত, সৰ্ব্বসত্বের হিত্যুমুখাৰ্থ, হারুষের উত্তরের বিহারে একটি বুদ্ধমূৰ্ত্তি [ প্ৰতিষ্ঠাপিত হইল ]।”