S8 লেখমালানুক্ৰমণী । ১৫। নৌগাবার মূৰ্ত্তির খোদিত লিপি। পুকেবাল্লেখ-ভোগেল-মথুরা মিউজিয়নের তালিকা, পৃঃ), ৬০, 忒 四一@ ”目 তারিখ-সম্ভবতঃ উল্লেখ ছিল না। ইতিহাসন-মথুরা হইতে গোবৰ্দ্ধন যাইবার রাস্তায়, মথুরা হইতে চারি মাইল দূরে নৌগব গ্রামে পণ্ডিত রাধাকৃষ্ণ এই মূৰ্ত্তি আবিষ্কার করেন। feese- . . . . . . . . . . . . . . . বিহারে • • • • • • ২ । • • • প্ৰ ] তিমি [ [ ] প্ৰতিষ্ঠাপিত [ ] মন্তব্য-একটি উপবিষ্ট বুদ্ধমূৰ্ত্তির পাদপীঠে এই খোদিত লিপিটি উৎকীর্ণ ছিল। মূৰ্ত্তির পাদপীঠ ও বামপদ ভিন্ন অবশিষ্ট অংশ ভাঙ্গিয়া গিয়াছে। ইহার ছাপ প্ৰকাশ হয় নাই । ১৬। সকৃনার মূৰ্ত্তির খোদিত লিপি। পুনেৰ্ব্ববাল্লেখ-ভোগেল-মথুরা মিউজিয়মের তালিকা-পৃঃ ১২৩, R晉一8* তাব্লিখ-উল্লেখ नई । ইতিহাস্তিন, -- মথুরা নগরের পশ্চিমে, পাঁচ মাইল দূরে এই মূৰ্ত্তি পণ্ডিত রাধাকৃষ্ণ কর্তৃক আবিষ্কৃত হইয়াছিল। বিবৱৰণ৮-১ • • • • • •রযোরিষা মাস • • • • • IR VirsTS NA [ f ] . . . . . মন্তব্য-একটি রমণীমূৰ্ত্তির নিম্নদেশে এই খোদিত লিপিটি উৎকীর্ণ আছে। একটি প্রস্ফুটিত কমলের উপরে রমণীর একটি পদ বিন্যস্ত আছে, মূৰ্ত্তির আর সমস্ত ভাঙ্গিয়া গিয়াছে। ইহা এখন মথুরা মিউজিয়ামে আছে। ছাপা প্ৰকাশ হয় নাই । ১৭। গণেশরার মূৰ্ত্তির খোদিত লিপি। পুনেৰ্ব্বাল্লেখ-ভোগেল, মথুরার মিউজিয়ামের তালিকা, পৃঃ ১২২, न३ स्मेिं 8२ ।
পাতা:লেখমালানুক্রমণী (প্রথম খণ্ড, প্রথম ভাগ).djvu/২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।