SV লেখমালানুক্ৰমণী । ১৯। কোটার মূৰ্ত্তির খোদিত লিপি । পুনেৰ্বাল্লেখ৮-১৮৮৫, কানিংহাম, আ-স-রি, ২০খ, মুফ পু, ২ ; ১৯১•, ভোগেল, মথুরা মিউজিয়মের তালিকা-পৃঃ ১২২, সংখ্যা জি-৪৩)। তাব্লিখ-উল্লেখ নাই । ইতিহাসন-মথুরা হইতে তিন মাইল দূরবর্তী কোটা গ্রামে কানিংহাম ইহা আবিষ্কার করিয়াছিলেন এবং উহা লাহোর মিউজিয়মে রক্ষার্থ প্ৰদান করিয়াছিলেন। ১৯০৮ খৃষ্টাব্দে পাঞ্জাব গভর্ণমেণ্ট ডাক্তার ভোগেলের অনুরোধে ইহা মথুৱা মিউজিয়মে প্ৰদান করিয়াছেন। 峻 বিবরণ।--জয়দেব পুত্রেণ ঘোষেন• • • • • • “জয়দেবের পুত্র ঘোষ কর্তৃক • • • • •” মন্তব্য-ইহা একটি মুক্তির পাদপীঠের একটি অংশে উৎকীর্ণ আছে। ভাষা সংস্কৃত । অক্ষর খুষ্টীয় ১ম বা ২য় শতাব্দীর । २० । (कांद्धि रुठठु-क्लिtि পুনেৰ্ব্ববাল্লেখ্য,--ভোগেল, মথুরা মিউজিয়ুময় তালিকা-পৃঃ ৫৪, ሻኛቑ፻፬ Céች-¢ኳ” ! তারিখ-উল্লেখ নাই। ইতিহাসন-ইহা মথুরা হইতে তিন মাইল দূরে আবিষ্কৃত হইয়াছিল। “ ब्दि-वन्झ=|9-8०, ध्” । মন্তব্য —ইহা একটি প্রাচীন স্তম্ভের গায়ে খোদিত আছে। বোধ হয়, ইহা স্তম্ভটির সংখ্যা ; কারণ, স্তম্ভটি প্রাচীন স্তুপ-বেষ্টনীর স্তম্ভ।
পাতা:লেখমালানুক্রমণী (প্রথম খণ্ড, প্রথম ভাগ).djvu/২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।