উত্তরাপথের লিপিমালা । RS ২। কালবাঢ়ন্স ৩ • • • কোশিকিয়ে শিমিত্ৰায়ে আয়াগপটো প্রনি, • • • • • • • “অৰ্হৎ বৰ্দ্ধমানকে নমস্কার, গৌপ্তীপুত্র প্রোঠয় ও শকদিগের কালসৰ্প স্বরূপ a y e is কৌশিকী গোত্ৰীয়া শিবমিত্রা কর্তৃক আয়াগপট্ট প্ৰতিস্থাপিত হইল।” অথবা “অৰ্হৎ বৰ্দ্ধমানকে নমস্কার, গৌপ্তীপুত্ৰ কালব্যাল প্ৰৌষ্ঠযশকের • • • • • • কৌশিকাগোত্ৰীয়া শিবমিত্র কর্তৃক আয়াগপট্ট প্রতিস্থাপিত হইল।” মন্তব্য -এই খোদিত লিপিটি ধূসরবর্ণ প্ৰস্তরী-নিৰ্ম্মিত আয়াগপট্টের উপরে উৎকীর্ণ আছে। ১৮৯২ খৃষ্টাব্দে ডাক্তার বুলার ইহার উদ্ধত পাঠ প্ৰকাশ করেন ও ১৯০৫ খৃষ্টাব্দ পৰ্য্যন্ত তৎকৃত অনুবাদই প্ৰচলিত থাকে। উক্ত বৎসর রয়েল এসিয়াটিক সোসাইটির সম্পাদক ডাক্তার ফ্রিটু এই সম্বন্ধে কয়েকটি প্ৰবন্ধ প্ৰকাশ করিয়াছিলেন। ডাক্তার ফ্রিটের মতে উত্তরভারতীয় কোন খোদিত লিপিতে শক জাতির উল্লেখ নাই ; তঁাহার মতে এই খোদিত লিপিতে শক শব্দে শাক্য অর্থাৎ বৌদ্ধ বুঝাইয়াছে। মথুরায় আবিষ্কৃত একটি সিংহস্তম্ভ শীর্ষের খরোঠী খোদিত লিপিতে তিনি শক শব্দের আর এক অর্থ করিয়াছেন ; তাহা যথাস্থানে বিবৃত হইয়াছে। ইহা এক্ষণে লক্ষ্মেীর চিত্রশালায় রক্ষিত আছে। ইহার অক্ষর খৃষ্টপূর্ব প্ৰথম শতাব্দীর অক্ষর । ৩০ । কঙ্কালি টিলার আয়াগপটের খোদিত লিপি । পুনেৰ্বাল্লেখ০-১৮৯১ বুলার, q-हैं, २भ ग९था, ७०१ श्रृं:, ७९ न३ ও মুফ ; ১৯০৪ লুডার্স, ই-এ, ৩৩ সংখ্যা, ১৫০ পৃঃ, ২৭নং । ইতিহাসন-মথুরার নিকট কঙ্কালি টলা নামক স্থান খননকালে ডাক্তার ফুরার এই খোদিত লিপি আবিষ্কার করেন। বিবাহুরণ-১ । ( তে)-রূসনংদি পুত্ৰেন নংদিঘোষেন (লে)। বণিকেন থ• • • • • •ত• • • • • • অলে• • • ২। নানং ভংডিরে ( আ ) য়াগপটা প্ৰতিথাপিত ( t )• • • • • • “রূসনন্দির পুত্ৰ নন্দিঘোষ নামক সৌবর্ণিক কর্তৃক ......... उi७iga আয়াগপট্ট প্ৰতিস্থাপিত হইল।”
পাতা:লেখমালানুক্রমণী (প্রথম খণ্ড, প্রথম ভাগ).djvu/৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।