পাতা:লেখমালানুক্রমণী (প্রথম খণ্ড, প্রথম ভাগ).djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তরাপথের লিপিমালা । s 6-fཅི--ས་ཐ་ན་ཡ-fཞི་ ; sv *NS, YVer , ভোগেল, ১৯১৫, মথুরান্ন ख्रिश्नांगांब उांगिक, शूः १४६-४७, न९ क्रिडे-२, ७ भू-का c । ইতিহাসন,-স্বৰ্গীয় পূৰ্ণচন্দ্র মুখোপাধ্যায় মহাশয় ও স্বৰ্গীয় ডাক্তায় ভগবানলাল ইন্দ্ৰজি ‘এই খোদিত লিপিযুক্ত শিলাপট্ট আবিষ্কার করিয়াছিলেন। ডাক্তার ইন্দ্ৰজি ইহা সৰ্ব্বপ্রথমে প্ৰকাশ করেন। পরে মুখোপাধ্যায় মহাশয়ের ফটােগ্ৰাফ লইয়া শ্ৰীযুক্ত ভি, এ, স্মিথ স্বীয় “মথুৱা” নামক পুস্তকে প্ৰকাশ করিয়াছিলেন। ইহার পর বহুকাল ইহার কোন সন্ধান পাওয়া যায় নাই। মথুরা চিত্রশালার অধ্যক্ষ পণ্ডিত রাধাকৃষ্ণের চেষ্টায় ইহা আবিষ্কৃত ও মথুরার চিত্রশালায় আনীত হইয়াছে ( ১৯০৮ খৃঃ অঃ ) । । न्विन्वन्ड=l>- ১ । নমো অরহতে বর্ধমানস আডায়ে গণিকা২। য়ে লোণশোভিকায়ে ধিতু শমণসাবিকায়ে ৩। নাদায়ে গণিকায়ে বসু (য়ে) আর হতো দেবিক () লে। ৪। আয়াগসভা প্ৰপাশিলাপটাে প্ৰতিস্থাপিতো নিগথা ৫। নাং অরহতায়তনে সহ মাতরে ভগিনিয়ে ধিতরে পুত্রেণ ৬। সবিন চ পরিজনেন অরহতপূজায়ে। “অৰ্থাৎ বর্ধমানকে নমস্কার। আড় (শ্ৰেষ্ঠী ?) গণিকা লোণশোভিকার কর্তা শ্ৰমণ প্ৰাবিক নন্দ (কনিষ্ঠা ?) গণিকা বস্তু অৰ্হৎদিগের দেবকুল আয়াগসভা, কুপ ও একটি শিলাপট্টী নিগ্ৰন্থ অৰ্হৎদিগের আয়তনে, মাতা, डशिनी, कछा, श्रृंख ७ সৰ্ব্ব-পরিজনপরিবৃত হইয়া অৰ্হৎগণের পূজার নিমিত্ত প্রতিস্থাপনা করিল।” মন্তব্য,-রক্তবর্ণ প্রস্তরী-নিৰ্ম্মিত শিলাপট্টের উভয় পার্থে স্তম্ভ ও মধাদেশে একট, বেষ্টনী, তোরণ ও সোপােনাবলী-সমন্বিত সচ্ছত্র অপ খোদিত আছে। দুইটি সুন্দরী দেব-নৰ্ত্তকী স্তুপ আশ্রয় করিয়া দাড়াইয়া আছে। উৰ্দ্ধে গন্ধৰ্ব্ব ও কিয়রাগণ যন্ত্রবাদন ও পুষ্পবৃষ্টি করিতেছে। শিলাপট্টের নিম্নভাগে স্তুপের সোপানের উভয় পার্থে ক্ষুদ্র মন্দিরে দণ্ডায়মান शृंक्ष-ठिंब्र यांछांब बांख আছে। খোদিত লিপিটি স্তপের গাত্রে, প্রথম বেষ্টনীর উদ্ধে তিন পংক্তি ও নিয়ে তিন পংক্তি উৎকীর্ণ আছে। ইহা এক্ষণে মথুরার চিত্রশালায় রক্ষিত আছে। ইহার অক্ষর খৃষ্টপূর্ব প্রথম শতাব্দীর অক্ষর।