পাতা:লেখমালানুক্রমণী (প্রথম খণ্ড, প্রথম ভাগ).djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

W লেখমালানুক্রমণী মন্তব্য-লাল রঙের স্ত্রীমূৰ্ত্তির কোমরবন্ধে এই খোদিত লিপিটি উৎকীর্ণ আছে। এ পৰ্য্যন্ত মথুরার অপর কোন মূৰ্ত্তিতে কটবন্ধে খোদিত লিপি দৃষ্ট হয় নাই। ইহা এক্ষণে লক্ষ্মেীর চিত্রশালায় আছে। ৫৩। কঙ্কালি টিলার জৈন মূৰ্ত্তির খোদিত লিপি। পুনেৰ্বাল্লেখ,-১৮৯১ বুলার, একাডেমি, ৩.৯ সংখ্যা, ৩৭৪ পৃঃ ; ১৮৯১ বুলার, ভা-অ-প, ৫ম সংখ্যা, ১৭৯, পৃঃ, ১৮৯২ বুলার, এ-ই, ২য় সংখ্যা, २०१ श्रुः, २० न९७ भू-शु । ইতিহাস,-মথুরার নিকট কঙ্কালি টলা নামক স্থান খননকালে ডাক্তার ফুরার এই খোদিত লিপি আবিষ্কার করেন। বিবরণ,-স্থ()নিকিয়ে কুলে গনিস্য উগৃগহিনিয় শিষে বাচকে ঘোষকো অহঁতে পার্শ্বস্য প্ৰতিমা. “স্থানিকীর কুলের গণি উগ্ৰগহিনির শিষ্য বাচক ঘোষক অৰ্হৎ পাশ্বের এই প্ৰতিমা প্ৰতিস্থাপন করিলেন ।” স্বল্পমন্তব্য,-লাল রঙের পাথরে জিনমূৰ্ত্তির পাদপীঠে এই খোদিত লিপি খোদাই করা আছে। মূৰ্ত্তিটির নাভির উপরোক্স অংশ ভাঙ্গিয়া গিয়াছে। ইহা এক্ষণে লক্ষ্মেীর চিত্রশালায় আছে। শকাধিকার কালের খোদিত লিপিসমূহে ত্ৰয়োবিংশতি তীর্থঙ্কর পার্শ্বনাথের নামোল্লেখ। অপর কোন স্থানে নাই। ইহার অক্ষর খুষ্টীয় প্রথম শতাব্দীর অক্ষর । ৫৪। কঙ্কালি টিলার প্রস্তর-মূৰ্ত্তির খোদিত লিপি। sicsics-a-Sway বুলার, এই, R3 *r* yi, Ro o g:, q न९ ७ भू-क । ইতিহাসন,-মথুরার নিকট কঙ্কালি টলা নামক স্থান খননকালে ডাক্তার ফুরার এই খোদিত লিপি পান ।