পাতা:লেখমালানুক্রমণী (প্রথম খণ্ড, প্রথম ভাগ).djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তরাপথের লিপিমালা। 8ዓ মাস্তব্য,-এই খোদিত লিপি বহু দিন যাবৎ খুজিয়া পাওয়া যায় নাই। কানিংহাম ১৮৭১ খৃষ্টাব্দে ইহা আলিগড় কলেজে দেখিয়াছিলেন। তিনি পরে ইহা কোন উপায়ে সংগ্ৰহ করিয়া কলিকাতা যাদুঘরে পাঠাইয়া দিয়াছিলেন। প্রত্নতত্ত্ব-বিভাগ হইতে অবকাশ লইয়া স্বদেশে ফিরিয়া যাইবার সময়ে তিনি কলিকাতা চিত্রশালার ট্রষ্টিগণের সম্পাদককে যে পত্ৰ লিখিয়াছিলেন, তাহা হইতে সম্প্রতি প্ৰকাশ হইয়াছে যে, এই প্রস্তরখণ্ডেই আলিগড়ে দৃষ্ট খোদিত লিপি উৎকীর্ণ আছে। ইহা এখন এত ক্ষয় হইয়া গিয়াছে যে, কিছুই পড়িতে পারা যায় না । ( কলিকাতা চিত্রশালার নং-২২৮১ ) ৭১। মথুরা কাটুর টিলার বৌদ্ধ মূৰ্ত্তির খোদিত লিপি । পুনেকবাল্লেখ০-১৯০৮, ভোগেল, প্রত্নতত্ত্ব-বিভাগের উত্তর-বিভাগের অধ্যাক্ষের বাৰ্ষিক কাৰ্য্য-বিবরণ, ১৯০৭-৮, ৯৭, পৃঃ ; ১৯:১০, মথুরা চিত্রশালার তালিকা । তাব্লিখ-উল্লেখ নাই। ইতিহাসন -এই মূৰ্ত্তিটি এক ব্ৰাহ্মণ মথুরার কাটুরা টিলা নামক স্থানে পাইয়াছিলেন। রায় বাহাদুর পণ্ডিত রাধাকৃষ্ণ ইহা মথুরার চিত্রশালার জন্য ऊच कश्छिन् । বিবরণ০-১। বুধরখিতস মাতরে অমোহা—আসিয়ে বোধিসচে পতিঠাপিত ২। সাহা মাতা পিন্তিহি সাকে বিহারে ৩ । সবসত্ত্বান হিতসু খায়ে “বুদ্ধরক্ষিতের মাতা অমোহা আসি এই বোধিসত্ত্বমূৰ্ত্তি র্তাহার মাতাপিতায় সহিত তাহার নিজের বিহারে ( মন্দিরে) সৰ্ব্বসত্বের হিতসুখের নিমিত্ত প্ৰতিষ্ঠা করিলেন। " মন্তব্য,-লাল পাথরে তৈয়ারী সিংহাসনে বসা বোধিসত্ত্বমূৰ্ত্তির পাদপীঠে এই লিপিটি খোদা আছে। ইহার অক্ষর খৃষ্টীয় প্ৰথম বা দ্বিতীয় শতাব্দীর অক্ষয় । এই খোদিত লিপিতে দুইটি শব্দের বিশেষত্ব আছে। বোধিসত্ত্ব শব্দের অপভ্রংশ