পাতা:লেখমালানুক্রমণী (প্রথম খণ্ড, প্রথম ভাগ).djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 লেখমালানুক্ৰমণী । ছিলেন। গৌতম বুদ্ধের প্রিয় শিষ্য সারিপুত্রের ভস্মাবশেষ সমাহিত হইয়াছিল। ভস্মাবশেষ ও শরীর-নিধান অদ্যাপি বৰ্ত্তমান আছে কি না, তাহা বলিতে পারা श्ध्र बा ! ১২৪। শতধারা স্তুপের প্ৰস্তার-নিৰ্ম্মিত বাক্সের খোদিতলিপি। পুনেৰ্বাল্লেখ৮-১৮৫৪ কানিংহাম, ভিলসা টােপস, ৩২৪ পৃঃ, r & a set a ইতিহাসন-ভূপাল-রাজ্যের অন্তর্গত ভিলস (প্রাচীন বিদিশা।) নগরের নিকটবৰ্ত্তী সঁচি গ্রামের প্রান্তস্থিত শতধারা নামক স্থানের স্তুপে স্যার আলেকজাণ্ডার কানিংহাম কর্তৃক আবিষ্কৃত প্ৰস্তুর-নিৰ্ম্মিত কৌটাব অন্তর্দেশে এই খোদিত লিপি আবিষ্কৃত হইয়াছিল। न्विन्तन्झब्l०-८थांड् िनिश्रि}ि qशैक्ष°,-

  • भट्भक्तानि’’ “মহামোদগাল্যায়নের ভস্মাবশেষ।”

মস্ত হল্যাস-শতধারা গ্রামের স্তপমধ্যে খননকালে স্তার আলেকজাণ্ডার কানিংহাম, পাষাণ নিৰ্ম্মিত শরীর-নিধানে এই খোদিত লিপি আবিষ্কার করিয়াছিলেন। গৌতম বুদ্ধের প্রিয় শিষ্য মহামোিদগন্ন্যায়নের ভস্মাবশেষ সমাহিত হইয়াছিল। ভস্মাবশেষ ও শরীর-নিধান অদ্যাপি বর্তমান আছে কি না, তাহা विख् *ाझा व नां । ১২৫ । সোনারি স্তুপের स्टुटु-लि°ि পুকেবাল্লেখ০-১৮৫৪ কানিংহাম, ভিলসা টোপস, ৩১৩ পৃঃ ও মুফ २७, b' । ইতিহাসন-ভূপাল-রাজ্যের অন্তর্গত ভিলস (প্রাচীন বিদিশা) নগরের নিকটবৰ্ত্তী সোনালি গ্রামের একটি প্রাচীন স্তুপের বেষ্টনীর স্তম্ভ-গাত্রে এই খোদিত লিপি স্তার আলেকজাণ্ডার কানিংহাম কর্তৃক আবিষ্কৃত হইয়াছিল। বিবরণ-খোদিত লিপিটি এইরূপ,-