পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৬
লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস।

তাঁহাদের কথা লাগিল, তিনিও প্রতিজ্ঞা করিলেন যে সেই দিন হইতে তিনি আত্মীয়স্বজনের সহিত আর কোন সম্বন্ধই রাখিবেন না। তাঁহার বন্ধুগণের মধ্যে অনেকেই তাঁহাকে তাঁহাদের বাড়ীতে যতদিন তাঁহার ইচ্ছা তত দিন থাকিবার জন্য অনুরোধ করিতে লাগিলেন। যৌবনে যুবকগণ ভবিষ্যৎ বিপদাপদের কথা একেবারেই ভাবেন না। যাঁহারা সুরেশকে এইরূপে আমন্ত্রণ করিলেন, তাঁহারা একবারও ভাবিলেন না যে তাঁহাদের জনক জননীগণ এ বন্দোবস্তে রাজি হইবেন কি না।

 সুরেশ ইহাতে সম্মত হইলেন না। তিনি জানিতেন যে তাঁহার বন্ধুবান্ধবগণ ধনী নহেন,—তাঁহাদের বা অন্য কাহারই গলগ্রহ হইয়া থাকা সুরেশের প্রকৃতিতে লেখে নাই,—স্বাধীনচেতা সুরেশ কাহারই ভারস্বরূপ হইয়া থাকিতে সম্মত নহেন। এই সকল কারণে সুরেশ লণ্ডন মিসনের প্রিন্সিপাল আসটন সাহেবকে সকল কথা খুলিয়া বলিলেন। সুরেশ নিতান্ত উচ্ছৃঙ্খল হওয়া স্বত্বেও আসটন সাহেব সুরেশকে স্নেহ করিতেন। তিনি মিষ্টকথা কহিয়া তাঁহার প্রাণের শান্তির জন্য তাঁহাকে বাইবেল পড়িতে অনুরোধ করিলেন। সুরেশের তখনকার মানসিক অবস্থা বর্ণনায় প্রয়াস পাওয়া বৃথা,—হিন্দুধর্ম্মের প্রতি তাঁহার জাতক্রোধ জন্মিয়াছে, কারণ তাঁহার আত্মীয়গণ হিন্দু। হিন্দু নাম থাকিলে পাছে তাঁহার আত্মীয় স্বজনগণ তাঁহাকে পুনরায় গৃহে লইয়া যাইতে আইসেন, এই ভয়ে তিনি কালবিলম্ব না করিয়া খ্রীষ্টধর্ম্মে দীক্ষিত হইয়া পড়িলেন। সুরেশ এখনও বালক বই নহেন, তবে তিনি এমনই দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন যে